১২ মে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট আগামী ১১ জুন জানা যাবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
নীতিমালা অনুযায়ী, ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আগামী জুন মাসের ১১ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা বলা হয়েছে।
ফল পরিবর্তনের তথ্য শিক্ষার্থীরা মোবাইলফোনের এসএমএসেও পেয়ে যাবেন। পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হলে কলেজ ভর্তিতে সংশোধনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। জানা যায়, এ বছর ফল পুনঃনিরীক্ষায় প্রতি পত্রের জন্য আবেদন ফি নেয়া হয়েছে ১২৫ টাকা।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য:
- ফলাফল প্রকাশের তারিখ: ১২ মে ২০২৪
- ফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৪
- ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট প্রকাশের তারিখ: ১১ জুন ২০২৪
- ফল পরিবর্তনের তথ্য জানার উপায়: মোবাইলফোনের এসএমএস
- পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হলে কলেজ ভর্তিতে সুযোগ: আছে
- আবেদন ফি: প্রতি পত্রে ১২৫ টাকা
সূত্র:
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমাল: উপকূলীয় এলাকায় জরুরী ব্যবস্থা গ্রহণ